কত মানুষের বুকে আছে ব্যথা ভরা
কেউ হাসে কেউ কান্দে কেউ জিন্দা মরা।
সব ব্যথা একা বসে সয় নিরালায়
অশ্রু জলে মাঝে মাঝে বুক ভেসে যায়।
বিরহের হাহাকারে পুড়ে হয় ছাই
তৃষা পেয়ে খোঁজে পানি কোথা যেন নাই।
চাঁদ একা আমি একা বলে পায় সুখ
তারা ভরা রাতে যেন কালো হয় মুখ।


পাখি ডাকে গাছে গাছে হয় বুঝি গান
সুখী হলে সেই ডাকে ভরে যেতো প্রাণ।
কষ্ট ভরা মনে রঙ দেখা দেয় ঘোলা
সোজা পথ যেতে যেতে তবু হয় ভোলা।
ভুল হয় পদে পদে সব কাজ কামে
তারপর প্রাণ যেন একেবারে থামে।


রচনা কাল : ১২/১১/২০১৮ ইং