পীরিত যে সুখ আনে জানে তো সবাই
প্রেম প্রীতি শিখে মোর সুখ কেন নাই?
জানতাম কি পীরিত, যাবে মোরে ছেড়ে
বিশ্বাস করে আমার বুক যায় পুড়ে।
কেন প্রেম এলো গেলো জানে না হৃদয়
সুখ চেয়ে এই মন কেন দুঃখ পায়।
ভুল বুঝে ভুল করে হারালাম মন
ব্যথা ভরা এ অন্তর ভাসে দু'নয়ন।


হৃদয়ের ডাক শুনে কান্না আসে চোখে
কেউ প্রেম করে কি গো হাসে কভু সুখে।
জানা নেই ভালবাসা দেয় জ্বালাতন
হাড়ে হাড়ে বোঝা হল প্রেম যে দহন।
পুড়ে পুড়ে শেষ হয়ে হয় না তো শেষ
তবু প্রেম মনে কেন বেঁচে রয় বেশ?


রচনা কাল : ২০/০৩/২০১৮ ইং