স্বর্গ মাঝে থেকে  কিছু নাহি বোঝা যায়
পৃথিবীর সাত রঙ ধার সেতো চায়।
নরকের জ্বালাতন নাহি ধরে প্রাণে
পৃথিবীর কষ্ট সুর বাজে গানে গানে।
তেঁয়াশিয়া গ্রাম খানি নাহি কোথা আর
পরপারে গিয়ে কি গো দেখা মেলে তার।
ছেড়ে গেলে এ ভুবন মৃত্যু তারে কয়
তার পরে যে জীবন শুনে লাগে ভয়।


সে জীবনে আছে শুধু কষ্ট আর সুখ
কে সঙ্গী হবে রে মন বল খুলে মুখ।
ভয় কিসের শাহিন দীর্ঘক্ষণে জল-
তিলে তিলে শুকে গিয়ে ফিরে পাবি তল।
সুখ বল দুঃখ বল সেথা এক নাম
পৃথিবীর মত কারো নেই কোন দাম।


রচনা কাল : ০৪/১০/২০১৮ ইং