প্রথম মুখের কথা এই বাংলা ভাষা
মায়ের শেখানো বুলি বুকে ঠাসা ঠাসা।
শব্দের বাঁধনে বাঁধি কত শত গীতি
জুড়ায় মনের ব্যথা আসে প্রেমপ্রীতি।
মাটির বাঁকানো পথে গাই বাংলা গান
কেমন সুরের মাঝে সুখে ভরে প্রাণ।
শহর গ্রামের লোক এক ভাষা বলে
বাঙালি নামেতে সবে সর্ব খানে চলে।


রক্তের থেকেও দামি আত্না থেকে দামি
বাংলার সুরেলা ভাষা তাই এত নামি।
চেয়েছে ছিনিয়ে নিতে ভিন দেশি লোক
পারেনি বলেই তারা পেয়ে গেছে শোক।
বাঁচবো ভুবন পরে মুখে বাংলা নিয়ে
রুখবো শত্রুরা এলে মন প্রাণ দিয়ে।


রচনা কাল : ১১/০১/২০১৯ ইং