তুমি ছাড়া মন আর কিছু তো বোঝে না
তুমি ছাড়া পৃথিবীতে কাউকে খোঁজে না।
তোমাতেই মন প্রাণ তোমাতেই সব
দিবানিশি তুমি করে করি কলরব।
তুমি আছো স্বপ্ন আছে, আছে সব কিছু
ভুবন রঙিন লাগে ধরে সবে পিছু।
হা হা হা আমি আমার নেই বুঝি আর
হয়ে গেছি সত্যি করে শুধুই তোমার।


এ দেহের রক্ত কণা কি বলে শুনবে?
বুকেতে রাখলে মাথা সবই বুঝবে।
সকাল দুপুর সন্ধ্যে সারা রাত ধরে
তুমি আছো জেগে আর ঘুমিয়ে অন্তরে।
প্রতিটি নিশ্বাসে যেন তুমি গেছো মিশে
দূরে গেলে তাই প্রাণ মরে যাবে বিষে।


রচনা কাল : ১১/০৮/২০১৮ ইং