মনটা চেয়েছি কত দিলে না আমায়
এত ভালবেসে বুক তাই কেঁদে যায় ।
বড় আশা ছিল মনে তোমায় যে নিয়ে
বাঁধবো সুখের ঘর তালপাতা দিয়ে।
নিশিতে থাকবে সুখ এ দু'টি হৃদয়ে
দিনেতেও মহাসুখ থাকবো যে লয়ে।
হায় রে পাগল মন হবে না এমন
বাস্তবের সুখ হায় ধূসর যেমন।


তুমি সুখে আছো বলে কষ্ট নাহি বোঝো
নিশিতে চাঁদ আলোয় তাই সুখ খোঁজো।
আমার ভালবাসায় নাহি চোখ পড়ে
দাম নেই যত কান্না অশ্রু হয়ে ঝরে।
জানি একদিন তুমি সবই বুঝবে
সেই দিন পথে ঘাটে আমায় খুঁজবে।


রচনা কাল : ২০/০৮/২০১৮ ইং