তোরে ভালবাসি বলে রাত্রি মধুময়
তোর কথা বলে প্রাণ রাজ্য করে জয়।
তোরে নিয়ে তরী জলে ভাসাবো নিশিতে
চাঁদ তারা জ্বলে রবে হাসবে পিরিতে।
ছলছল নদী ঢেউ আসবে রে ছুটে
দলে দলে মাছমেয়ে যাবে সেথা জুটে।
নৃত্য করে তারা জলে মাতাবে হৃদয়
দেখবি বাঁশির সুরে কত সুখ রয়।


সে দিন আসবে কবে রই অপেক্ষায়
স্বপ্ন গুলো ভালবেসে দিন কেটে যায়।
বিধাতা কপালে যদি লেখে নাম তোর
আপন হবি তবেই কোন এক ভোর।
সেদিন দেখবো তোরে মন যত লয়
থাকবে না কোন ছল আর কোন ভয়।


রচনা কাল : ০৩/০৮/২০১৮ ইং