এই বৃষ্টি ভেজা ভোরে ডাকছি তোমায়
শুনছো না কোন ভাবে মন পুড়ে যায়।
মেসেঞ্জারে নাই তুমি ইমুতেও নাই
সরাসরি ফোন কলে তাও নাহি পাই।
এমন বৃষ্টির ফলে ঠান্ডা পরিবেশ
অফ করে রেখে ফোন ঘুম দিচ্ছ বেশ।
নয়তো কারেন্ট নেই তোমাদের গাঁয়
ফোনে কোন চার্জ নেই ভাবছো আমায়?


একদিন এন্ড্রোয়েডে চার্জ হলে শেষ
ছোট ফোনে সিম তুলে কথা হল বেশ।
সেদিনও বৃষ্টি ছিল কারেন্ট ছিল না
তবুও কথা থামেনি ছুটি তো নিল না।
আজ যদি সেই ভাবে কথা বলা যায়
তবে বন্ধু ফোন দাও জলদি আমায়।


রচনা কাল : ২৩/০৭/২০১৮ ইং