ছোট্ট কালে খেলা মাঝে ভাবাতে আমায়
সাজাতে রঙিন ঘর বরই তলায়।
কত স্বপ্ন কত আশা ছিল দু'টি মনে
সারাটি জীবন যেন রবো এক সনে।
হাত ধরে কত কথা এক সুরে সুরে
কোন দিন কোন ভাবে যাবো না তো দূরে।
কখনো কেউ মোদের আলাদা করতে ;
পারবে না কোন দিন এই পৃথিবীতে।


ঠিকই তো দু'জনায় হলাম আলাদা
লাগালাম সাদা মনে শুধু শুধু কাদা।
জগতের মাঝে আর হবো না আপন
ভাবিতে কেন আমার কাঁদে দু'নয়ন।
সেই ছোট্ট ছেলে হয়ে আগের মতন ;
দেখতে চাই তোমার সেই দু'নয়ন।


রচনা কাল : ০৬/০৪/২০১৮ ইং