কোথায় হারাল দিন সেই দিন গুলো
কত মুখ পড়ে আছে স্মৃতি ভরা ধূলো।
সেই ভিটে শূন্য আজ কোন খেলা নাই
পুরনো সে বন্ধুগন কত খুঁজে যাই।
যাদের খুঁজি তাহারা দেয় না তো ধরা
পথ ঘাট ফাঁকা লাগে নানা লোকে ভরা।
এই পথে ছুটাছুটি কত হাসাহাসি
সব আজ মিছে কথা সব যেন বাসি।


তবু মনে পড়ে কত সেই ছোট্ট বেলা
ভাবেনি কেহ তখন থেমে যাবে খেলা।
কত আপন সবাই, কত প্রিয় জন
যুগে যুগে পাশে রবো করতাম পণ।
সেই বন্ধুগন সুখী আজ অন্য পথে
শৈশব পার করেছে সময়ের রথে।


রচনা কাল : ০৯/০৬/২০১৮ ইং