তুলোর মতন যেন, আকাশের প্রাণে;
মেঘমালা উড়ে যায়, শরৎ স্মরণে।
নীল আকাশের বুকে, ডানা মেলে চিল।
সাদা মেঘ কালো ডানা, তরী ভাসা বিল।
আকাশের নীল রঙ, জলে উঠে ঢেউ।
শান্ত স্নিগ্ধ পরিবেশ, জানে না তা কেউ।
নানা ফুলের সৌরভ, ছড়ায় ভুবনে।
গাছ তলে ঝরে ফুল, সন্ধ্যা ভোর বনে।


শরতে উদাস মন, পাখির ডানায়।
কালো মেঘ গেছে নীড়ে, দূর অজানায়।
গ্রীষ্মের প্রচন্ড তাপ, আগুনের গলা;
সব যেন মুছে গেছে, শরতের বেলা।
ভোরে ওঠে সোনা রবি, ফোটে নীল কাঁথা।
সেই সাথে যাক মুছে, মানুষের ব্যথা।


রচনা কাল ঃ
০৪/০৮/২০১৭ ইং
৫ঃ০১ পিএম।