এত জ্বালাতন তুই ক্যান দ্যাস মোরে
ধীরে ধীরে এই বুক গেল যেন ভরে।
কাছে থেকে দিলে ব্যথা লাগে মধুময়
দূরে গিয়ে হাসি দিলে লাগে মনে ভয়।
কত কথা আছে বাকি নাহি হয় বলা
সেই কথা বুকে নিয়ে হয় পথচলা।
বল তুই একা একা কত পথ যাবো
আর কত গেলে তোর মনটাকে পাবো?


ক্যান শুনি তোর মুখে হয়ে যাব পর
কোন সুখে বেঁধে নিবি পর সাথে ঘর?
বেশি ভালবেসে বুঝি সবে পায় কষ্ট
মিছামিছি ভেবে মন হয়ে যায় নষ্ট।
তুই ছাড়া বুক জুড়ে শুধু হাহাকার
আয় ফিরে একেবারে শূন্য এই ধার।


রচনা কাল : ২৯/০৩/২০১৯ ইং