তুই ছাড়া সব আছে জীবনে আমার
আশা ছিল আশা নেই আর তো পাবার।
জানা নাহি ছিল কিছু এভাবে হারাবি
এত ক্ষত এই বুকে কিভাবে সারারি?
কেন ভাবি এই কথা রয়েছি আঁধারে
তুই সুখী ঘর বেঁধে ব্যথার পাহাড়ে।
বলে ছিলি যত কথা রয়েছে অন্তরে
শুধু নেই তোর তরী ভিড়ানো বন্দরে।


ছলনায় কিছু সুখ হৃদয়ে পেয়েছি
সেই সুখে কত গান নিশিতে গেয়েছি।
আজ বুঝি মিথ্যে সব ঠকালি আমায়
কেন জানি আজো দেখি স্বপন ছায়ায়।
চিরকাল কান্না হয়ে থাকিস নয়নে
বুকটারে পুড়ে দিস দারুণ দহনে।


রচনা কাল : ০৬/০৪/২০১৯ ইং