শুনবো বিরহ কথা কার আছে কত
কলিজা আঘাতে কার হয়ে গেছে ক্ষত?
অন্যের মনের সাথে বাঁধা যার মন
সেইতো কেঁদেছে ভবে বসে সারাক্ষণ।
কখনো সুখের আশে ব্যথা পেতে হয়
বেদনা আড়াল হলে ক্ষণ মধুময়।
বুঝতে মনের ভাষা হই আত্মহারা
ভেবেছি সহজ হবে পথে যাই মারা।


কারোর বুকের মাঝে যদি মেলে ঠাই
সেদিন মনের তৃষা মেটা জানি চাই।
ভুবন আঁধারে ঢাকা স্বপনের মাঝে
সুখের সন্ধানে মন নবরূপে সাজে।
সাফল্য আসবে ফিরে কোন একদিন
সেদিন মনের কথা রবে নাহি ঋণ।


রচনা কাল : ০৩/০১/২০১৯ ইং