স্বদেশ মায়ায় যার, নেই কোন মন;
প্রকৃত মানুষ নয়, বলি সেই জন।
পর উপকারে যার, আছে মন ভ্রম ;
তার কাজে নেই দাম, বৃথা তার শ্রম।
দেশের মানুষ কাঁদে, ফিরে নাহি চায়;
সে কি কভু সুখ পাবে? তার কলিজায়।
নিজের ঘরের মায়া, নিত্ত যার মন;
ঘুরে ফিরে ফাঁদে পড়ে, ভাসবে নয়ন।


স্বদেশের উপকারে, করে যাও কাম।
সেই কাজের অমূল্যে, পাবে রত্ন দাম।
অসহায় মানুষের, চোখ ছলছল ।
পাশে এসে ধর হাত, পাবে তারা বল।
নিজের সুখের ভাগ, গরীবের ধারে;
বিলি করো সুখ পাবে, মন প্রাণ ভরে।


রচনা কাল :
১৭/০৭/২০১৭ ইং
১ঃ৫২ পিএম।