হারিয়ে ফেলেছি সেই সোনালি বিকেল
যেথায় রয়েছে পড়ে কবিতার খেল।
কত গান কত দান বসন্ত বাতাসে
এক ঝাক সাদা বক উড়িল আকাশে।
হৃদয়ে সুখের বাসা বাঁধিনু আশায়
নিরবে নিভৃতে সেই  কাঁঠাল ছায়ায়।
মনে পড়ে ধোয়া ধোয়া কুয়াশায় ভরা
হাজারো বাঁধন দিয়ে মিথ্যে স্বপ্ন গড়া।


হারানো প্রেমের বাঁশি কোথা গিয়ে খুঁজি
হৃদয়ের কোন ভাজে সেই স্মৃতি গুজি।
মিথ্যে আশা মিথ্যে সুখে পড়ে রই মাঠে
তৃষায় বুকের ছাতি চটাচট ফাটে।
ভুলতে চেয়েছি কত সেই দিন গুলি
অশ্রুতে ভেসেছে আঁখি নাহি মুখ তুলি।


রচনা কালঃ ১৫/০৩/২০২১ ইং