সোনার মাটির পরে শুয়ে থাকি কত
বেদনা সযত্নে শুষে নিয়ে নেয় শত।
এমন মাটির গন্ধ কোথা নাহি আর
প্রতিটি নিশ্বাসে যেন সুখ আসে ধার।
দেশের কল্যাণে যাবো করে শত কাম
নিজেই নিজের কাছে তবে পাবো দাম।
মাটির ছোঁয়ায় সুখ জাগে যেন প্রাণে
হৃদয় গহিন ঘর ভরে মিষ্টি গানে।


বিদেশি ছেলের মত থাকে কত জনে
দেশের খাবার খেয়ে ঘুরে দূর বনে।
অমূল্য রতন ছেড়ে স্বপ্ন দেখে যায়
এমন হৃদয় নিয়ে কোন সুখ চায়?
আঁধারে একেলা বসে ভাবি কত কিছু
আমার সোনার দেশ নাহি পরে পিছু।


রচনা কাল : ১৪/১১/২০১৮ ইং