এলে ওই অন্ধকারে, অন্ধকারে গেলে
স্বপ্ন মাঝে দেখা দিয়ে কি যে সুখ পেলে।
মিটেনি মনের আশা বুকে আছে খরা
আরো ব্যথা দিতে জানি এই বেশ ধরা।
কেন তুমি দিলে ব্যথা, আজো স্বপ্নে দাও
করিনি ক্ষতি তোমার তুমি শুনে যাও।
লুকিয়ে আঁধার বেলা করো শুধু খেলা
মনটা কেড়ে আমার দাও কেন জ্বালা।


পাশাপাশি বসে কত দিয়েছিলে কথা
সব কথা মিছে হলে বুকে বাড়ে ব্যথা।
যেদিন যখন তুমি পর হলে প্রিয়ে
কেঁদেছিল দু'টি চোখ থেমে ছিল হিয়ে।
আজো কেন রাত্রি বেলা দুঃখ দিতে আসো
ব্যথা দিয়ে কেন তুমি মিটিমিটি হাসো।


রচনা কাল : ০৩/০৪/২০১৮ ইং