ভুবনে বাংলার সাথে নেই কারো তুল
স্বর্গের দুয়ার বলি হয় নাক ভুল।
এসেছে কতই লোক ভিন দেশ থেকে
থাকতে জনম ভরে স্বপ্ন গেছে এঁকে।
চেয়েছে শস্যের গলা আরো কত ধন
থেকেছে শক্তির বলে ভেঙে দিয়ে মন।
সয়েছি সহস্র যুগ ব্যথা ভরা বাণী
স্বাধীন হয়েছি বলে কষ্ট হল পানি।


এখনো অনেক শত্রু সাধু বেশে ডাকে
সুযোগ খুঁজতে তারা উত পেতে থাকে।
গোপনে মেলেছে ডানা ঘুরে পিছে পিছে
চেতন থাকলে মোরা সব হবে মিছে।
যতই আসুক শত্রু কিছু নাহি হবে
বাংলার বাঙালি ছেলে সুখে বেঁচে রবে।


রচনা কাল : ১২/০১/২০১৯ ইং