যদি স্বপ্ন না থাকতো বাঁচতো না কেউ
নদী মাঝে জল ছাড়া ওঠে না তো ঢেউ।
যদি কল্পনার সুখ না থাকবো ভবে
কত প্রাণ কষ্ট পেয়ে মরে যেতো কবে।
আশা আছে তাই বলে স্বপ্ন কল্পনায়;
কত সুখ ঢেউ খেলে জীবনের নায়।
শাহিন বলে ভুবন শূন্যতায় ভরা
সুখ আছে যার মনে প্রিয় মন ধরা।


কেন আসা এ ভুবনে দুঃখ কষ্ট মাঝে
যা জানি হয়তো মিথ্যে নেই বুঝি কাজে।
কেন এত সুখ খুঁজে পড়ি পথে ঘাটে
হৃদয়টা যন্ত্রণায় যায় কেন ফেটে।
দুঃখ আছে বলেই তো ভব তার নাম
নইলে স্বর্গের সাথে মিলে যেতো দাম।


রচনা কাল : ১৭/০৮/২০১৮ ইং