সব খানে তুমি আছো তবু নাহি পাই
দেহমন পুড়ে পুড়ে হয়ে গেল ছাই।
কোথা গেলে দু'চোখে দিবে বলো দেখা
জ্ঞান দাও আরো দাও বাকি আছে শেখা।
জানা নাই সত্যি তুমি থাকো কার মাঝে
যার ডাকে দাও সাড়া থাকে কোন কাজে?
নানা ধর্মে শত কর্মে দেখি আছো বসে
মন জুড়ে তাই কথা কত করে ধসে।


ফুল দিছো ফল দিছো সারা বিশ্ব জুড়ে
ধর্ম বাঁধা নাহি হয় সবে খায় কুড়ে।
মন ভরে খেয়ে সবে ডাকে কার নাম
সেই নামে কতখানি পাও বলো দাম?
সত্য মিথ্যা নাহি বুঝি জ্ঞান করো দান
তবে পাবে মন থেকে সত্যি করে মান।


রচনা কাল : ০৪/১১/২০১৮ ইং