সোনালি দিনের আলো বেসে ছিল ভাল
হৃদয় গভীরে মোছে যত ছিল কালো।
আঁধার ঘনিয়ে এলে ভেঙে যায় মন
দুঃখের অনলে পুড়ে ছাই হয় ধন।
ভাসিয়ে নয়ন খানি কাঁদি নিশি রাতে
সুখের খবর আর নাহি আসে হাতে।
ভোরের সূর্যের তাপ ছুঁয়ে দিতে চাই
নিশিতে স্বপ্নের মাঝে শুধু খুঁজে যাই।


জীবন বেলার শেষে প্রাণ যায় থেমে
স্মৃতির খেলার ঘরে সব আসে নেমে।
কুয়াশা চাঁদরে ঢেকে সূর্য ছিল লাল
পবিত্র অন্তর তরী ধরে ছিল হাল।
সময় ফুরিয়ে গেল বাতি নিভে যায়
হৃদয় কাননে ফুল ঝরে সুখ পায়।


রচনা কাল : ১৭/১১/২০১৮ ইং