এক মন নিলাকাশে কেন জানি দোলে
অন্য মন তেঁয়াশিয়া, রয় মাটি কোলে।
এমন মাটির গন্ধ কোথা আর হয়
বেদনার জ্বালা সব হয় সেথা ক্ষয় ।
নিজ বাড়ি গাছে ভরা স্বর্গ যেন ভবে
ফলমূলে ভরা আছে জানে না তো সবে।
কাঁচা আম নুন দিয়ে গ্রীষ্মের দুপুরে ;
খেলে মন গায় গান নানা সুরে সুরে।


ওই গাঁয়ে সর্ব সুখ বলে এক মন
অন্য মন মৃদু হেসে চায় ফিরে ধন।
কাঁঠালের ঝরা পাতা উঠানের গায় ;
বৈশাখের আম লিচু মিটমিটে চায়।
সবুজ শ্যামল বনে তরু লতা ঘেরা
তেঁয়াশিয়া গ্রাম খানি সব থেকে সেরা।


রচনা কাল : ২৭/০৪/২০১৮ ইং