এত ভালবাসি তারে বুঝে নিবে কবে
দূরে গেছে বহু দূরে তবু সঙে রবে।
তার ভালবাসা মন কভু নাহি পেলো
কিছু আশা কাছে এসে দূরে চলে গেলো।
মন ভেঙে সুখ পেলো হল বড় সুখী
কষ্টে বুক পুড়ে গিয়ে হই পোড়ামুখী।
এত জ্বালাতন বুকে কার কাছে বলি
অবহেলা করে সবে তাই একা চলি।


একদিন পাশে বসে চিরদিন দূরে
ভালবেসে একদিন মন দিল পুড়ে।
দিবানিশি শুধু ভাবি কষ্ট কেন দিল?
বিনিময়ে কত সুখ বুক মাঝে নিল?
দেখা যদি হয় কভু নিবো সব জেনে
সুখী হলে সব কষ্ট নিব আমি মেনে।


রচনা কাল : ১৬/০৪/২০১৯ ইং