ভালবেসে অপরাধী কয়জনে হয়
সত্য প্রেম পৃথিবীতে নাহি হয় জয়।
অশ্রু চোখে ভাসে তবু মুখে রয় হাসি
ব্যথা তাই বারে বারে বলে ভালবাসি।
স্বপ্ন যেন অন্ধকারে রঙ মেখে সাজে
মন তাই উড়ু উড়ু ভাবে আজে বাজে।
মিথ্যে জানি সব কিছু তবু পিছে ঘুরি
কষ্টে কষ্টে যায় ভরে এই বুক জুড়ি।


বন্ধু এত দেয় ব্যথা তবু রই পাশে
দু'টি চোখে জল দেখে সেতো জানি হাসে।
কতটুকু ঘৃণা এলে দেয় এত জ্বালা
কত প্রেম দিলে তারে দিবে ফুলমালা।
তার প্রেমে অন্ধ আমি কিছু নাহি বুঝি
দূরে গেলে সবখানে শুধু যেন খুঁজি।


রচনা কাল : ২৭/০৪/২০১৯ ইং