খাঁচার ভেতর ডাকে কেন পোষা পাখি
নিভৃত যতনে তারে বন্দি করে রাখি।
কমতি নেইতো কিছু সব এনে দেই
কাঁদলে চুপটি করে বুক মাঝে নেই।
অনেক দূরের থেকে তুলে আনি তারে
যতই দেখেছে চোখ মুগ্ধ বারে বারে।
মায়ায় জড়িয়ে বুক ভরে প্রেম রসে
দিবস রজনী থাকি পাশাপাশি বসে।


খেলতে প্রেমের খেলা দিয়ে দেই মন
হৃদয় বাঁধনে বেঁধে ঘুরি সারা বন।
বুঝাতে মনের কথা দিন চলে যায়
তৃষিত হৃদয় খানি সুখ নাহি পায়।
দেখছি স্বপন শুধু ঘুমহারা হয়ে
বুঝিনি পাখিটি রয় সারাক্ষণ ভয়ে।


রচনা কাল : ২৭/১২/২০১৮ ইং