ভুলে গেছো বলে আজ ফোন নাহি ধরো
দূরে থেকে মিছামিছি মায়া যেন করো।
মন বলে আজো তুমি খুব ভালবাসো
স্বপ্ন মাঝে প্রতি রাতে কাছাকাছি আসো।
মায়া ভরা দু'টি আঁখি চারদিকে খোঁজে
ঘর বেঁধে আছো তবু মন নাহি বোঝে।
কোন দিন আর ফিরে নাহি আসা হবে
ভালবাসি এই কথা আর নাহি কবে।


দিন যায় আরো যেন ব্যথা যায় বেড়ে
ধীরে ধীরে দেহ থেকে প্রাণ যায় ছেড়ে।
স্মৃতি গুলো দিবানিশি করে শুধু খেলা
কষ্ট সুরে বুক কাঁপে তাই সারা বেলা।
কত ব্যথা হল জমা কেউ নাহি জানে
যদি বলি মিথ্যে হয় কেউ নাহি মানে।


রচনা কাল : ০৩/০৪/২০১৯ ইং