মনে পড়ে প্রিয়া তোরে গ্রীষ্মের দুপুরে
প্রাণ জ্বলে দেহ জ্বলে রয়েছো সূদুরে।
ভাবনার মাঝে আজ দোলনা খেলায়
ছেড়ে যাবে স্বপ্ন লাগে গিয়েছো হেলায়।
বুক ভাসে মায়া ঘিরে অশ্রুর ধারায়
মন কাঁদে দিবানিশি গিয়েছো হারায়।
কোথা পাবো সেই প্রেম গহিন অন্তরে
তরী আজ ভিড়ায়েছো অন্যত্র বন্দরে।


সাজিয়েছো এই গলে ভুলের মালায়
হাহাকারে বুক পোড়ে অনল জ্বালায়।
মিষ্টি কথা বলে ছিলে কখনো বুঝিনি
কোন পথে কোন সুখ তাইতো খুঁজিনি।
পথহারা হয়ে আজ কাঁদছি নিশিতে
বসে আছি বিরহের একেলা পিঁড়িতে।


রচনা কাল : ০৯/০৫/২০১৯ ইং