পিছনে তাকালে পাই ভাঙা এক মন
নিরবে শুধুই যেন কাঁদে সারাক্ষণ।
সামনে তাকালে পথ দেখি ঘোলা ঘোলা
চলতে তাইতো ভয় হই পথ ভোলা।
কেমন বিরহ প্রাণে বেঁধে নিছে বাসা
চাইলে পাইনে কিছু মিথ্যে হয় আশা।
রঙিন ভুবন যেন স্বপ্নে দেয় ধরা
ভাবছি যতই তত হই মনমরা।


আসলে জীবন মিছে নাই কিছু সুখ
যেদিকে তাকাই ধোয়া ঢেকে দেয় মুখ।
বুঝতে জানতে কেউ আসে নাক ধারে
হৃদয় কম্পিত হয় তাই বারে বারে।
জীবন বিরহ সুরে বাজে অবিরত
বুকের ভেতর হয় বারে বারে ক্ষত।


রচনা কাল : ১৯/০৩/২০১৯ ইং