পহেলা ফাল্গুনে আজ মন তারে চায়
খুঁজছে দিবস ভরে কোথা গেলে পায়।
আসবে সুখের ঢেউ অপেক্ষায় থাকি
শীতের করুণ ছায়া আজো আছে বাকি।
মায়াবী স্মৃতির পথে ভেসে ভেসে যাই
নিশিতে ভেবেছি কত সুখ যেন পাই।
এসেছে ফাগুন তবু দেহে নেই প্রাণ
বাজছে অন্তর জুড়ে বিরহের গান।


যতই আসুক সুখ এই পৃথিবীতে
যতই সাজুক রঙে মোরে কাছে নিতে-
অন্তরে বিরহ জ্বালা আছে যার ভরা
কেমনে মিটাবে তার বুকে চৈত্র খরা?
একেলা কাটবে তাই এই পুরো মাস
অনেকে সুখের স্রোতে করে যাবে বাস।


রচনা কাল : ১৩/০২/২০১৯ ইং