স্নেহ মায়া মাখা মমতা মিশিয়ে ছিল তোমার পৃথিবীতে বিচরণ, ওপারে তুমি ভালো থেকো বাবা, শত অশ্রু কোনা দিয়ে শুকরিয়া আদায় করিতে পারিবোনা আজীবন, তবে বাবা তোমায় অনুভব করি গভীর রাতে যখন, একাকীত্বে ভুগি তখন, মনে হয় সে সময় তোমার অবয়ব খুব বেশী প্রয়োজন, ভলিতে যে পারিনা বাবা তোমার ঔ মুখচ্ছবি, তুমি থাকলে পাশে বাবা ভুলে যেতাম পৃথিবী, তোমার হাত দুটো থাকলে মাথার উপরে, সংকল্প করিতে পারিতাম ভালো-মন্দের অন্তর,    কোথায় যাবো যাবো কোন দিকে ভেবে পাইনা কুল, তুমি থাকলে হয়তো ধরিয়ে দিতে ভুল, ঘুমের মধ্যে অবয়বে এসে মাথায় হাত বুলিয়ে দিয়ে যাও সান্ত হয়ে যাবে মোর  কুল।