দুদিনের এই পৃথিবীতে সকলি মায়া,বাবা নামের বটবৃক্ষ দেয়না তো  ছায়া, হারিয়ে গিয়েছে অনেক আগে শত মায়া ত্যাগ করে, হৃদয়ে নাই শক্তি চারিদিকে শুধু ক্র্যান্তি, ছোটো বড় সকলের কাছে দোয়া-প্রর্থনার জোর দাবি ভুলে গিয়ে মাফ করে দিও মোর সকল ভুল ত্রুটি, বেঁচে আছি বা থাকবো আর কদিন, মনের তাড়নায় ঘুরি  সকাল দুপুর রাত, কোথায় গেলে শান্তি-শক্তি-ছায়া পাবো ভেবে হই কাঁত,এতো বোঝা শইতে পারিনা আর মরে গেলে হবে হয়তো বা সকল দুঃখের সমাধান।