সিঙ্গারায় ঠেসে ঠেসে পুরে দেয় দোকানি
তার বিগত যৌবন,
গৃহত্যাগী গেরস্থের বোঁচকার মতন।
রঙ্গ-তামাশার ক্ষুধা, ক্লান্তি মুছতে
হুড়মুড়িয়ে আসেন গন্যমান্যগণ
বাঁধ ভাঙলে বানের পানি আসে যেমন।
চিবিয়ে চিবিয়ে শেষে গোগ্রাসে গেলেন
সিঙ্গারার নামে দোকানির রক্তিম যৌবন!
রক্ত বেঁচে দু’টি পয়সা—
তার কাছে এরই নাম জীবন।


অথচ জীবন অনন্তের হাতছানিতে
উড়ে বেড়ানো মুক্ত এক বিহঙ্গ,
আকাশ ব্যতীত যার কোনো কাঁটাতার নেই।