ম্যাপল আঁধার চিরে ফুটে উঠেছে নবমীর উষ্ণতা।
ল্যাম্পোস্টের লম্পট পতঙ্গ ঠেলে
হাঘরে হাঙরের মতো গোগ্রাসে গিলেছি তা।
সেই থেকে অস্থির আমার অনভ্যস্ত ছায়াপথ।


সৌরমণ্ডলের নাভিগোলক
পায়ে হেঁটে প্রদক্ষিণ করে দেখি
নরম নীহারিকা নহর সৌর-দস্যুর হাতে পণবন্দী।


আমার কোনও গ্রহযান নেই
তবুও অভিজ্ঞ ওকের মতো নতজানু হয়ে ছুঁতে চেয়েছি
ব্রহ্মাণ্ডের চোরাবালি বাষ্পাধর।


আমার আঙুল এখন মহাকালের পাঁজরে
অক্ষম অনুবাদে ব্যস্ত।
আমার হৃৎপিণ্ডের যে ধুক ধুক
তার সবটুকু তারই অস্ফুট অনুনাদ।