ভবের হাটে দিল নাড়া, প্রবাদ বাচ্যে নাড়াচারা
কুটনি বুড়ির কথার বেড়ি, নাড়ে-চারে করে বাড়াবাড়ি,
দাতায় দান করে, অদাতার পরাণ ফাটে,
কারো পরাণ ফাটে, কারো মান ঠোঁটে কাটে।
আড়ালের বানব কেবা নাচায় রে।


কেবা করবে কার ক্ষতি, কারো বা উপকা,
কার ঘাড়ে পা রেখে, কেবা হবে পার।
ইটের জায়গায় ভিটা নেই, বাবু আনা আছে রে;
আড়ালে সে-কে বানর নাচায় রে ।


ফোঁসকানিতে ফুঁসহানার আসর জমে
ফল পাকলেই জমের পাড়া।
থা না পেলে লাগাও কোটা,
ব্যথ হলে মুখের খোটা।
দাঁতে ফাঁদে ঠোঁট কাটে রে;
আপন পেটে খাঁ খাঁ জ্বলে, পরের যাচে রে।
হেনডার ঘর, ধুতুরার পই- নড়ে-চরে পরে না;
নামদ্দার ঘর, খোদা রক্ষা কররে ।