ছাতুয়া মুখে না-কি বুটের ডাল পড়ে না,
করুল হয়ে বাঁশ রে ঠেলে তবু সে নড়ে না।
বিদ্রুপের খোলসে ঢাকা, একি হাল-চাল,
খোঁচা মারার ওস্তাদ ওরা, তাই তো কুত্তায় চাটে গাল।


তেলুয়া মাথায় তেল দেওয়া, এতো তাদেরি স্বভাব ।
ভেদাভেদ দেখছি সদা, রাজাদেরি দপদপ।


গোঞ্জা মিলের স্বভাব সদা, ভেনভেনিয়ে যায়।
অভিযোগ বাক্সের যত অাবদার-কান পুড়িয়ে খায়।
জয় জয়কার জপচ্ছে সদা, গুরুর পাশের বসে।
মাতালরা শুধু হু-হা করে, গাঁজা খায় কষে কষে।


আর যত চামচিকারা কিচিরমিচির করে,
মগডালেতে আসন পেয়ে, দোলা খেয়ে আরামে নড়ে।
কাকের বাচ্চা কোকিলের কোলে, কে লালিয়ে যায়-
চেলারা সব সুর তুলিয়ে তারে মাতিয়ে গায় ।


ধনুকের শক্তি নিয়ে কে কার বুকে তীর বিধে,
ফাঁন্দে পড়ে মরণ দশা, নিদোর্ষীরাই ভুগে ।।