নীরবে কাঁদে কেন?
পা পাওয়ার আকাংখা;
কিসের তাড়নে ছুটছে সবাই,
কি খেয়ে কি পাওয়ার-
ইচ্ছা জানি জাগে।
ঝাঁকে কোন কীটের বাচ্চা
উদ্মাদে কেন সটফটানি লাগে।


হঠাৎ চমকে বিস্ময়!
কী শুনে আত্মহারা
থমকে যায় লাজুক লতা
ভাবী, কী জানি বলা ছিল আগে।
প্রতিবাদের অনুভূতি টকবগে চলে অগ্রে,
সুযোগ পেলে না- জানি তীর,
বিধবে কোন অনুরাগে।
কিন্তু হায়! পোড়া কপাল,
অনানুমান মেয়ের বারিধারা-
অসীম তরঙ্গে হারে- ভাবনার ভেলা।
অকূলে নীবর তরী,
মোরে লয়ে করে খেলা;
এভাবেই কাটে চলমান ভেলা।