মরণ বিষের দংশানিতে,
সাপুড়ের তালে চলা।
বিনের তালে মাথা নেড়ে,
তার সুরেতে দোলা।
বিষের দহন দংশেনী যারে,
সে কেমনে বুঝে জ্বালা।
প্রেমের বেদন বুঝে কি সে জন-
যে পড়েনি বিচ্ছেদের মালা।
স্মৃতি পাতা কেমনে পুড়ায়,
তুষের আগুন যেমনে জ্বালায়।
অপেক্ষা যে কত বেথাতুর,
ভুক্তভোগীরাই জানে।
মধুরতা কবে তিক্ত হল,
এখন কী গোদ্ধানোর মানে।