যে ভূমিতে নাড়ি পোতা,
আলো-বাতাসে সজিব মোর
রক্তখরা অঙ্গ স্রোতধারা-
বহমান জীবন্ত ক্ষণিকের পথচলা;
তব, ধন্য আমি তোমার কোলে জন্মেছি বলে..।
যে বিধির বিধান মোরে-
এ দেশের প্রতিটি অংশের বিচরণে
দিল সক্ষমতা, বিবেকের আদালতে-
জ্ঞানের ভান্ডারে আলোড়ন জাগালো,
কৃতজ্ঞ আমি সেই বিধির মানদন্ডে।
কাগজ কলমের বউ আর দো’য়া দরুদের মুসলমান, নামেমাত্র সেজে বাঁচতে চাই না;
হালছাড়া মানুষের অনুভবে।