গুণী---
কীর্তন কর গুণে
তরকারি যদি খরে নুনে,
তেল মারলে কীসে মজা।
যতই কর হরিবল হরিবল,
বাস্তবতার পেলে ছোবল
পাথরে শিখর গর্জে-
পাঁচ ওয়াক্তই কাজা।


যতই বল-----
দাঁড়ের খেয়ায় গা ভাসিয়ে,
তরঙ্গের তালে যাব নাচিয়ে
বৈঠা বাওয়া সোজা।
জলকন্যার রূপের মায়ায়,
দিকভোলা জল ফিঙ্গে সদায়,
বুঝ, কে-সে রাজা?


তবুও----
কাটি মার তালে তালে
বাসা বাঁধ ডালে ডালে
পড়ন্ত বিকেল হলো।
খাব না খাব না করে,
থোবড়া মার নাকটারে
না পাওয়া ধন- চৌদ্দ আনাই ভালো।


তাই তো-----
তেল না দিয়ে তাপে ভাজা,
পোড়া সাইয়ের স্বাদ বোঝা
গজা ভেবে মোম খাবে,
খাও পেলে আলকাতরাও খাও।
মৌমাছি যে মধু ফলে,
তারি খোসায় আলো জ্বলে,
ফল না পেয়ে, খোসা খেয়ে
জানি না কী সুখ পাও।