কথার কথায় যাত্রা করে,
বহি, শ্রেষ্ঠবার্তার কন্ঠস্বরে
মুদ্ধ করি, নেতৃত্বের আহবান।
উত্তম বাণীর উন্মেষ ঘটে,
যুগে যুগে মুখরে ছুটে
সর্বস দানে, গর্বিত স্নোগান।
-গর্ভে বহমান-
এ যেন, স্বাধীনতারি আহবান।
চলতে-ফিরতে, বলতে-বলাতে,
কত না দাবি উঠে রাজপথে
ভূল প্রতিকারে অস্ত্রধার।
তোমার-আমার সবার মাঝে,
কী প্রতিভা আছে কার কাছে
আছে জান, কভূ শিক্ষা নেবার।
এতো এমনি অমর দান-
পূর্ণজন্ম- স্বাধীনতার আহবান।
কারো দই, কারো বা খৈই
মিলেমিশে ভাগ করে লই
যার যা প্রাপ্য, তারে দিয়ে
তব কলুষমুক্তর স্বর্গ বই।
স্বপ্ন সিড়িতে পদচারণ যার,
উৎসাহ-উদ্দীপনায়, পা বাড়াবার
সফলতার স্বাক্ষরে রই।
-এ যেন, প্রাপ্তি বুঝে, প্রাপ্য অম্লান
জেগে উঠা, স্বাধীনতার আহবান।
আমার যা আছে, তোমার কী নাই
উজাড়ে ভাগী, সবাতে সবাই
মতভেদনাশে গড়ি স্বপ্নভূবন।
যার যা আছে, তা নিয়ে
সংশয় ভূলে ভেদাভেদ ক্ষয়ে
বিশ্বে জাগি, আপনের আপন।
-গর্বিত ইতিহাসের গর্ভে মহান
এ যেন- আমাতে তোমাতে-স্বাধীনতার আহবান।


5.3.2017