গল্পচাটা বুড়োর দলে,
জুয়ারবেশে গোল টেবিলে
সাজে পানের বাটা।
সারি সারি নাতী-নাতনী
বসে পড়ে হালচে গাতনী
চলে দাঁতের খোটা।
গাই ভালো তার বাছুর ভালো
মাও ভালো তার ছাও ভালো
যেমন নাকড়ি, তেমন পাটাশাক।
ডাকে-হাকে আদর বাড়ে,
জাওয়ের ছাওয়ার কদর বাড়ে
একনা ছাওয়ার পেকনা বেশি
বোঝে না সে মাও মাসি
তার খুশিতে কেউ বা দোষি
পেট ফাপানো ডাক।
কাটা ঘায়ে নুনের ছিটা
জিৎ করে থাক।
যার বেটি তার খবর নাই
পাড়া প্রতিবেশীর ঘুম নাই
প্রবাদ নারী কুটনি ডাকচ্ছ ঝরের ডাক।
বাদের ভাত কুত্তা শিয়ালে খায়,
ঘিরে বন্ধি বেগুন কোনটে যায়।
পরের ঘাড়ে দোষ চাপে,
মিছে অভাগারে রাগ।
নাম ভাঙ্গে খাওয়া উত্তরসূরী,
কোন লাজে চালাও বাড়াবাড়ি,
নিজের নাই বসার ঢং
মিছে চাকরের দোষ।
যার বেটির বিয়ে, তায় না পায় গুয়ে
মিছে কর হুয়ে হুয়ে
কী তামাশায়- নিচ্ছ প্রতিশোধ।