দেখেছি তোমায়-
ভালবাস তুমি কেমন করে,
অবিশ্বাসের গৃহে ভালবাসা আশ্রয়হীন;
ডুবেছি গভীরের শতভাগ জলে,
নিন্দাচরের উষ্ণদাহে দৃষ্টির আধারে।


দেখেছি তোমায়-
লাইচ্যূত পথের রেলের গাড়িতে,
পথহারা পাখির জীবন বাঁচে
চলতে পারি আপন আবেশে
পরের ঠেলায় ধ্বংস উনুনে জ্বলে কাষ্ঠ ফাড়িতে।


দেখেছি আমার-
বাঁচা-মরাদৃশ্যে বাঁচতে শেখা
কাপুরুষ নই; তব ভেবে ভেবে
আধারের কোলে জলাঞ্জলি আত্মচিৎকার
লোকসমাজে হাসতে শেখা।


দেখেছি আমায়-
লোকসমাজে ভয়ে, অনেক ভালোরে এড়িয়ে যেতে,
মধ্যবিত্ত বলে- বাধার প্রাচীর পারিনি কো ডিঙ্গাতে
পেরেছি শুধু; কত কিছুতেই মাথা নুয়াতে।


অবশেষে দেখেছি-
হালছাড়া মাঝি হাল-‘পেত যদি’
গন্তব্যে ফেরার অন্তীম সোতে।
একের ভিতরে জেগে উঠত সব,
সুখ প্রিয়সী মুসাফিরিতে।


08-03-2017