কিসের খোঁজে ছুটছি সদায়,
করছে জলে তাড়া।
ঠাইহীন হয়ে ঘুরছি সদায়,
কেনই বিবেক হারা?


ক্ষুধার চোটে দিশেহারা,
কী পাই কী খাই?
পেট বুঝে না খরা-বন্যা,
তার খোঁজে কোথা যাই?


আশ্রয়হীন আর ক্ষুধার জ্বালা,
ভীষণ হয়ে গেছে।
তাড়াতে চেয়ে তারে,
ছাড়ে না যে পিছে।


গোড়া বাচে না,
শাখা-প্রশাখা কেমনে বাঁচাই?
পরিবার-পরিজন নিয়ে,
ভীষণ বিপদে দিন কাটাই।


জলে ভাসায় খরায় মারে,
দু’কুলেতে মরা।
কোন কূলেতে স্বস্ত্বী যে নাই,
ছাড়ে পিছু জড়া।


কেমনে যে প্রতিকার পাই?
দেবে যে কোন জন।
মুখের শুধু সাহায্যের বাণী,
প্রকৃত কার মন।


এ বেলা যায় ও বেলা,
সব বেলাতে জ্বালা।
এমন করেই কাটে জীবন,
চলে জীবন বেলা।


মানুষ মরে; প্রকৃতি মারে-
খোদার খেলাও আছে।
সব মিলিয়ে মরণযুদ্ধ,
জীবন কেমনে বাঁচে?


সহযোগিতার বড়াই সদায়,
আছে যত সুধী জন।
আসলে কী হচ্ছে গো তা?
মিলছে কেমন সুজন?


১৮.০৭.১৯খ্রি. বৃহস্পতিবার।