রাতটা ভীষণ দীর্ঘ, পিনপতন নীরবতা
শরীর কাঁপিয়ে দিচ্ছে জল সিক্ত হাওয়া।
হৃদয় কাঁপা সাইরেনে এলো জলে ভেজা গাড়ি।


সোনার প্রতিমা আজ কফিন বন্দি!
চেনা আকাশের কান্না যেন বৃষ্টি হয়ে ঝরছে
গুড়িগুড়ি বৃষ্টিতেই চলছে শেষ আয়োজন।
গোরে শুইয়ে দিতে বড্ড ভয় হয়!


বিকট শব্দে কোথায় যেন বাঁজ পড়লো,
অন্ধকার রাতে বিস্তৃত প্রান্তে ভিজেই চলছি; অজানা গন্তব্যে।
কান্নার জল আর বৃষ্টির জল কি আলাদা করা যায়?