ঈশ্বর যদি আমাকে একটা বর দিত,
তোমার সাথে আরেকটা বিকাল চাইতাম,
ক্লান্ত হীন সবুজ প্রান্তে শিশির জড়িয়ে হাটতে চাইতাম।
তোমার রোদেলা হাসিতে আমি সূর্যের কিরণ দেখতাম।
আমার ভালোলাগা গুলোকে তোমার মাঝে খুঁজে নিতাম।


ঈশ্বর যদি আমাকে আরেকটা বর দিত,
আমি শুধু তোমার সাথে একটা বিকালই চাইতাম।
তোমার উজ্জ্বল মুখে আরেকটা সূর্যাস্ত দেখতাম।
তোমার হাত ধরে পাশাপাশি হেঁটে যেতাম; একই শাল জড়িয়ে।
তোমার পানে চেয়ে এক পলকেই হাজার বছর কাটিয়ে দিতাম।
নরম চলনে শিশিরেরাও জড়িয়ে যেত, তোমার আলতো স্পর্শে।
আমি আগ্রহে তব পায়ের আলতা দেখতাম।
তোমার কাজল কালো চোখে লজ্জা ঝরে যেতে দেখতাম।
আগলে রাখতাম তোমার ভালোবাসার স্পর্শ টুকু।


ঈশ্বর যদি আমাকে আরেকটা বর দিত,
আমি শুধু তোমার সাথে একটা বিকালই চাইতাম।
একটা বিকালেই কাটিয়ে দিতাম লক্ষ বছর।