রক্তের দাগ এখনো শুকোয়নি,
বর্ণমালায় এখনো রক্তের গন্ধ পাওয়া যায়।
ভিনদেশী ভাষায় বাংলা এখন ক্ষত বিক্ষত।
বিশ্ববিদ্যালয়ের ছেলেরা কথায় কথায় ইংলিশ বলে,
বাংলার চেয়ে হিন্দি বেশি বুঝে শিশুরা।


মায়ের ভাষায় কথা বলতে লাজ হয়,
সভ্য শহরে আঞ্চলিক ভাষাটা বেমানান,
চাই আরেকটা মিছিল হউক।
মায়ের ভাষা টিকিয়ে রাখার মিছিল।
ভীনদেশী সভ্যতার বাধ ভেঙে,
অব্যক্ত কথা প্রকাশিত হউক মায়ের ভাষায়।