মন চায় হারিয়ে যাই
আমি বড় একা
আপন বলতে এ জীবনে
পাইনি কারো দেখা।
মুখোশধারী মানুষগুলো
চেনা বড়ই দায়
অন্তরে বিষ মুখে মধু
কি করে চিনবো হায়।
আপন মানুষ আঘাত করে
কলিজা করেছে অঙ্গার
পর মানুষের দোষ দিব কি
নিজেকে দেই ধিক্কার।
এক বুক যন্ত্রণা নিয়ে
আছি মায়ার টানে
কে আপন কে পর
জানে অন্তর জানে।
কত আপন দেখলাম আমি
সবাই হলো পর
অসময়ে কেউ চিনেনা
জীবনে আসলে ঝড়।
মুখেই শুধু বড় কথা
সারাজীবন থাকবো পাশে
নিজের স্বার্থ হাসিল করে
দুংখ দেখে শেষ।
নিজের ভালো জগত বোঝে
কেউ নয় মোর আপন
বেইমান এ দুনিয়াকে
বিশ্বাস করোনা মন👈
           ***