শিক্ষার মূল্য নেই,আজকের সমাজে
মানুষের দাম নেই,দূর্মূল‍্যের বাজারে!
ডিগ্রি কে কাগজ ভেবে,বাতাসে দেয় উড়িয়ে
মনুষ্যত্ব সস্তা করে,অন‍্যায় দেখে দাড়িয়ে!
জ্ঞান যার শূন্য,পদবী সে অফিসারে
মেধা নিয়ে ডিগ্রিধারী, দেখে শুধু চুপিসারে!
শিক্ষার ফল নেই,ছুটো টাকার পিছে
শিক্ষার মূল্য,হয়ে গেছে মিছে!
থলে ভরা ডিগ্রি,খায় পোকামাকড়ে
সন্মান নয় অর্থ,ধরতে চায় আকড়ে!
তাই আজ রসাতলে, সমাজ আর দেশ
মনুষ্যত্ব নেই আজ, শিক্ষার রেশ!
টাকার পিছে ঘোরে,পৃথিবীটা আজ
মূর্খেরও নিম্নে, শিক্ষিত সমাজ।