আজ আমি ক্লান্ত বড়
নিজের সাথে যুদ্ধে,
নিয়তির কলমের খোচায়
হার মানলাম সময়ের কাছে।


হার মেনেছি,নত হয়েছি
ব‍্যাথা করেছি উজার,
বাচঁতে দিলোনা সমাজ আমায়
আসেনি কেউ বোঝার।


হার মানলাম জীবনের কাছে
যদিও সে বড় নিঠুর,
মানবো না হার নিজের কাছে
হবোই আমি কঠোর।


মূল্যহীন আমি এই সমাজে
জীবন বৃথা মোর,
হৃদয় আমার অনলে পোড়ে
আপন হলো পর।


দুংখ পেয়েছি, ব‍্যাথা সয়েছি
কেদেঁছি করে চিৎকার,
সেসব ভেবে মুচকি হাসি
নিজেকে দেই ধিক্কার।


যায়না করা যুদ্ধ কভু
নিয়তির ও সাথে
আমায় নিয়ে খেলল বিধাতা,
তাই আজ হেরে গেলাম
পৃথিবীর কাছে।